রাউজানে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার ২য় পর্ব সম্পন্ন | বাংলারদর্পন 

মোঃ আলাউদ্দীন :

যুক্তিতে মুক্তি আসে, এগিয়ে যাবো এ  বিশ্বাসে শ্লোগানকে সামেন  রেখে রাউজানের  সৃজনশীল মেধা ও মননের সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর ব্যবস্থাপনায় ও রাউজান উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় রাউজানের ৮ টি মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার ২য় পর্ব অনু্ষ্ঠিত হয়। আজ ১০ মে বৃহস্পতিবার এ.কে.এম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে   সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব সাইফুল ইসলাম চৌধুরী রানার সভাপতিত্বে ২য় পর্বের কার্যক্রমের উদ্বোধন করেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০১৮ এর যুগ্ম আহবায়ক মাকসুদুল আলম সুমনের পরিচালনায় এতে বিচারকের দায়িত্ব পালন করেন দৃষ্টি চট্টগ্রাম এর সহ-সম্পাদক রিদোয়ান আলম আদনান, দৃষ্টি চট্টগ্রাম এর সহ-সম্পাদক মুন্না মমজুমদার ও দৃষ্টি চট্টগ্রাম এর সদস্য মুমু দাশ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডভোকেট শফিউল আজম, জহির জুয়েল, সাফাত খান, ওয়াহেদ বাবলু। সেন্ট্রাল বয়েজ অব রাউজান নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, যুগ্ন সম্পাদক আসিফ জাহান, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতী, এম আয়ূব খাঁন, অর্জন বড়ুয়া, তারেক হাসান, আসিফ আলম, সাহেদ হোসেন, রাকিব চৌধুরী, আনিসুর রহমান, মিজানুর রহমান, মোস্তফা মনির, আরমান উদ্দীন, মোহাম্মদ আরমান, সাজ্জাদ হোসেন, প্রিয়টন দে, মো: তুষার, নূরুল ইসলাম নাহিদ, আরিফ আহমেদ, শাহরিয়ার হোসেইন ইমন, আরফান গণি ফাহিম, মোহাম্মদ আরফাত, আরমান সিকদার, নেওয়াজ চৌধুরী, মনির খান ইম্পু, মোহাম্মদ আরমান, মোহাম্মদ বাবর প্রমুখ। ২য় পর্বে

 

বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়, দলপুর স্কুল এন্ড কলেজ,   গশ্চি উচ্চ বিদ্যালয়,  রাউজান আর.আর.এ.সি উচ্চ বিদ্যালয়।  ২য় পর্বে জয়ী হয়ে প্রাক চূড়ান্ত পর্বে অংশগ্রহণ  করবে রাউজান আর.আর.এ.সি উচ্চ বিদ্যালয়, গশ্চি উচ্চ বিদ্যালয়, ফতেহনগর নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয় ও কদলপুর স্কুল এন্ড কলেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *