জানে আলম শেখ, ঠাকুরগাঁও :
আজ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় নেকমরদ-বালিয়াডাঙ্গী মহাসড়কের পশ্চিম পার্শ্বে বোয়ালধার পুকুর পাড়ের বাঁশঝাড় হতে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত নইমুল ইসলাম (৩০) জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বোয়ালধার গ্রামের মৃত বশির উদ্দীনের ছেলে,পেশায় রাজমিস্ত্রি।
নইমুলের মা ও তার পরিবারের লোকজন জানায়,নইমুল রাতে বাড়িতেই ছিল।সকালে তাকে দেখতে না পেয়ে খোজাখুজি করে পাইনি।পরে স্থানীয় লোকজন বাড়ি থেকে ৩শ গজ দূরে বাঁশঝাড়ে মরদেহ দেখে আমাদের খবর দেয়।তারা বলেন নইমুলের কোন শত্রু নেই।তবে সে ঘুমের জন্য ঘুমের ঔষধ খেত।
স্থানীয় লোকজন বলেন,নইমুল খুব ভাল ছেলে,এলাকায় তার কোন শত্রু নেই।তবে সে একবার অতিরিক্ত ঘুমের ঔষধ খেয়ে অজ্ঞান হলে তাকে হাসপাতালে ভর্তি করে সুস্থ হয়।
বালিয়াডাঙ্গী থানার ওসি এবিএম সাজেদুল ইসলাম বলেন,নইমুলের মরদেহতে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি,তবে লাশের পার্শ্বে ঘুমের ঔষধ পাওয়া গেছে।মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে,রিপোর্ট পেলেই জানা যাবে সে ঘুমের ট্যাবলেট খেয়ে মারা গেছে না খুন হয়েছে।