রমজানে পন্য-দ্রব্যে ভেজাল মিশ্রিত করলে ও মুল্য বৃদ্ধি করলে কঠোর শাস্তি – রাউজানে ইউএনও

মোঃ আলাউদ্দীন :

 

 

আসন্ন  পবিত্র মাহে রমজান উপলক্ষে  নিত্যপ্রয়েজনীয় দ্রব্য মুল্যের বাজার মনিটারিং ও নিয়ন্ত্রনে কার্যকরী ব্যবস্থা গ্রহণ লক্ষ্য   রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে  প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয় ।গতকাল বৃহস্পতিবার  রাউজান উপজেলা পরিষদ হলে  বাজার মনিটারিং ও নিয়ন্ত্রনে কার্যকরি ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন  রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজার । অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা সিনিয়র সহকারী কমিশনার ভুমি জোনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শফিউল আলম, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান মজুমদার, রাউজান হাইওয়ে থানার ওসি আবদুল করিম, রাউজান থানার এস আই টুটুন মজুমদার, নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব দিদারুল আলম। এতে আরো বক্তব্য রাখেন ব্যবসায়ী মোঃ আলী সওদাগর, মাওলানা ফেরদৌস।

 

সভায় রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা সভায় উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা বলেছেন রমজান মাসে ভেজাল মিশ্রিত খাওয়ার ও ইফতারী, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উচ্চ মুল্য নেওয়া হলে কঠোর শাস্তি দেওয়া হবে । রমজান মাস সংযমের  মাস। রমজান মাসে রাউজানের সকল হোটেল রেস্তোরা দিনের বেলায় বন্ধ  রাখতে হবে।হোটেল রেস্তোরায় দরজা খোলা রেখে প্রকাশ্যে খাওয়ার বিক্রয় করতে পারবেনা।হোটেল রেস্তেরায় পর্দা দিয়ে ভেতরে ইফতার সামগ্রী তৈয়ার করতে হবে। দিনের বেলায় হোটেল রেস্তোয়ায় মুসলমান ব্যক্তিত্ব  অণ্য ধর্মলম্বীদের জন্য পর্দা দিয়ে খাওয়ার বিক্রয় করতে হবে। স্বাস্থ্য সম্মত ভাবে হোটেল রেস্তোয়ায় খাওয়ার ও ইফতার সামগ্রী তৈয়ার করতে হবে। হোটেল রেস্তোরায় ইফতার সামগ্রী কাচেঁর তৈয়ারী থাকে সংরক্ষিত রেখে বিক্রয় করতে হবে।রমজান মাসে মুদির দোকানে মেয়াদ উত্তির্ন ও ভেজাল কোন দ্রব্য বিক্রয় করা যাবেনা।দোকানের সামনে দ্রব্য মুল্যের তালিকা টাঙ্গিয়ে রাখতে হবে।ফলে ও সব্জিতে  কোন প্রকার ফরমালিন মিশ্রয় করে বিক্রয় করতে পারবেনা। মাছের মধ্যে কোন ধরনের ফরমালিন মিশ্রয় করা যাবেনা। চিংড়ি মাছে জেলী মিশ্রন করে চিংড়ী মাছ বিক্রয় করতে পারবেনা। কাপড়ের দোকানে অতিরিক্ত মুনাফা নিয়ে কাপড় বিক্রয় করা যাবেনা। রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা সভায় উপস্থিত ব্যবসায়ীদের উদ্যোশে বলেন, রমজান মাসে হাট বাজারে একধিক ভ্রাম্যমান আদালত পারিচালনা করা হবে । যে সব ব্যবসায়ী নিয়ম না মেনে ব্যবসা করবেন তাদেরকে জরিমানা সহ জেল দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *