যুবলীগ নেতা মাসুদের কবর পাকা করে দিলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা ফারুক হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ ২০০১ সালে বিএনপি  সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হওয়া যুবলীগ নেতা মাসুদ ভূঞার কবর নিজ অর্থায়নে পাকা করে দিলেন সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি, জেলা পরিষদের সদস্য ও বিআরডিবি’র চেয়ারম্যান মো. ফারুক হোসেন।

বৃহস্পতিবার সকালে মাসুদের কবর জিয়ারত করেন ফারুক হোসেন। এসময় উপস্থিত ছিলেন, মতিগঞ্জ ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ডা. মাহফুজ আলম মিয়াজী, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শাহাদাত হোসেন, আ’লীগ নেতা শেখ শেফাউল, নাবাবপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক বাচ্ছু, মতিগঞ্জ ইউপি সদস্য এসএম ফেরদাউস রাসেল, আ’লীগ নেতা কবির আহম্মদ প্রমূখ।

এসময় ফারুক বলেন, ২০০১ সালের ৬ অক্টোবর জামায়াত-বিএনপির নামধারী সন্ত্রাসিরা সমবায় বাজার সংলগ্ন স্থানে পালগিরি গ্রামের বাসিন্দা ও মতিগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাসুদ ভূঞাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। মাসুদের মত লোকদের কেউ স্মরণ করেনা। সাংসদ নিজাম হাজারীর নেতৃত্বে ফেনী জেলা আজ শান্তির জনপদ। সন্ত্রাসবাদের নাম দিয়ে সভা-সমাবেশ কারীদের প্রতি তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *