আমরাই একদিন স্যাটেলাইট বানাবো : প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

নিউজ ডেস্ক :

‘১০ মে মহাকাশে স্যাটেলাইট পাঠিয়ে নতুন যুগের সূচনা হবে। একদিন আমরাই নিজেদের স্যাটেলাইট বানাবো। আমরা স্যাটেলাইট বানিয়ে মহাকাশে পাঠাবো। সেই মেধা আমাদের আছে। নতুন প্রজন্ম তা সম্ভব করবে।’ দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ উপলক্ষে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে আসা আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রে পলক আরও বলেন, ‘এটা আমাদের একমাত্র স্যাটেলাইট হবে না। এ ধরনের আরও স্যাটেলাইট আমরা পাঠাবো। আমরা এখানেই থেমে যাব না। আমাদের দেশে তৈরি স্যাটেলাইট আমরা উৎক্ষেপণ করবো। প্রধানমন্ত্রী আমাদের বড় স্বপ্ন দেখার সাহস জুগিয়েছেন। তিনি প্রমাণ করে দিয়েছেন আমরা অসম্ভবকে সম্ভব করতে পারি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘এই ঘটনার মাধ্যমে বাংলাদেশ কেবল মহাকাশ জয়ই করছে না, প্রধানমন্ত্রী দেশের তরুণদের বড় স্বপ্ন দেখার এবং স্বপ্ন বাস্তবায়নের সুযোগ করে দিয়েছেন। এই স্যাটেলাইট বৈদেশিক মুদ্রা অর্জন, উন্নত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করার পাশপাশি বিশ্বের কাছে বাংলাদেশের সক্ষমতাও তুলে ধরবে।’

পলক আরও বলেন, ‘এই স্যাটেলাইট নেভিগেশন, জিপিএস, কমিউনিকেশন, ইন্টারনেট সেবা, মহাকাশ বিষয়ক গবেষণা, আবহাওয়াগত গবেষণা কাজের পাশাপাশি আমাদের বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *