মাহাথির মোহাম্মদের দাদার বাড়ি চট্টগ্রামে | বাংলারদর্পন 

নিউজ ডেস্ক :

দীর্ঘ ১৫ বছর পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীত্ব পাওয়া ডা. মাহাথির মোহাম্মদ বাংলাদেশি বংশোদ্ভূত। মাহাথিরের দাদা ছিলেন চট্রগ্রামের বাসিন্দা। মাহাথির নিজেই এক অনুষ্ঠানে একথা জানিয়েছিলেন।

২০১৪ সালে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের (ইউআইটিএস) এক সমাবর্তন অনুষ্ঠানে মাহাথির বলেন, ‘চট্টগ্রামের কাপ্তাই রাঙ্গুনিয়ার কোন একটি গ্রামে আমার দাদার বাড়ি ছিল এবং দাদা পরবর্তীতে মালয়েশিয়াতে বসতি স্থাপন করেন।’

চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত মরিয়ম নগর গ্রামে জন্মেছিলেন মাহাথিরের দাদা। তাঁর দাদা পেশায় ছিলেন নাবিক।

উনবিংশ শতাব্দীর শেষ দিকে মাহাথিরের দাদা জাহাজে চড়ে ব্রিটিশ-শাসিত মালয়েশিয়ায় পাড়ি জমান। সে সময় তাঁর ঠাঁই হয় মালয়েশিয়ার আলোর সেতার অঞ্চলে। সেখানে তিনি এক মালায়েশীয় নারীকে বিয়ে করেন। আর ওই ঘরেই জন্ম নেয় মাহাথিরের বাবা মোহাম্মদ ইসকান্দার। বাংলাদেশের সঙ্গে রয়েছে মাহাথিরের রক্তের সম্পর্ক। তাইতো বাংলাদেশের প্রতিও রয়েছে তাঁর বিশেষ টান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *