বাংলার দর্পন আন্তর্জাতিক ডেস্ক – সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত আল-জিনা গ্রামের একটি মসজিদে বৃহস্পতিবার এক বিমান হামলায় অন্তত ৪৪ জন সাধারণ নাগরিক নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এবং অন্য মানবাধিকার কর্মীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো খবরটি জানালেও এখন পর্যন্ত তাদের কেউ হামলাকারী বিমানের তথ্য দিতে পারেনি।
সংস্থার প্রধান রামি আবদেল রহমান জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার আলেপ্পো প্রদেশের আতারিবের আল-জিনাহ এলাকায় এ বিমান হামলা হয়। হামলার সময় মসজিদটিতে মুসল্লিরা নামাজ আদায় করছিলেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
স্থানীয় মানবাধিকার কর্মীদের দাবি, বিমান হামলা চলার সময় মসজিদের ভেতর প্রায় ৩০০ মানুষ ছিলো। সিরিয়ান অবজারভেটরির প্রধান বলেন, নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
এ অঞ্চলটিতে প্রায়ই রাশিয়া ও সিরিয়ার যুদ্ধ জাহাজকে টহল দিতে দেখা যায়। অন্যদিকে মার্কিন বাহিনীও আলোপ্পো ও পাশ্বর্বর্তী ইদলিবে আল কায়েদা ঘাঁটি লক্ষ্য করে বিভিন্ন সময় বিমান হামলা চালিয়ে থাকে। তবে এবারের হামলায় রুশ, মার্কিন নাকি দেশটির সরকারি বাহিনী জড়িত, তা নিশ্চিত নয়।
মাত্র ১ দিন আগে সিরিয়ার রাজধানী দামেস্কের আদালত প্রাঙ্গণে আত্মঘাতী হামলায় ৩১ জন নিহত হন। এর পরপরই আলেপ্পোতে মসজিদে হামলার ঘটনা ঘটল। টানা ৬ বছর ধরে দেশটিতে গৃহযুদ্ধ চলছে। এ কারণে এখন পর্যন্ত ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ঘরহারা হয়েছেন আরো অন্তত ১ কোটি ১০ লাখ মানুষ।