সোনাগাজী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত উল্যাহ (৩৭) গত ২দিন ধরে নিখোঁজ। এ ব্যাপারে গতকাল (১৬অক্টোবর) তার ভাই এরশাদ উল্লাহ কাওছার সোনাগাজী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। সে উপজেলার ভোয়াগ গ্রামের শহীদ উল্লাহর ছেলে।
এরশাদ উল্যাহ কাওছার বাংলারদর্পনকে বলেন, ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল ৮টায় চট্টগ্রামের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। তার ব্যাবহৃত মোবাইল নাম্বার বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, শাহাদাতের বিরুদ্ধে কোন মামলা নেই।
সাধারন ডায়েরীর সত্যতা নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা বাহিনির হাতে আটক কিনা জানা নেই। তবে জিডির বিষয়ে পুলিশ সুপার কার্যালয়ে অবহিত করা হয়েছে।