দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 

মোঃ আলাউদ্দীন>>

চট্টগ্রামের রাউজান উপজেলাধীন দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৩-সেপ্টেম্বর) দুপুর ১২টায় নোয়াপাড়া কলেজ সংলগ্ন শেখ কামাল কমপ্লেক্স চত্ত্বরে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবত্তী পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রী নির্মল চ্যাটার্জী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ  এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার মসিউদ্দৌলা রেজা।

রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেসানুল হায়দার চৌধুরী বাবুল।

উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ। উপজেলা নির্বাহী অফিসার (ভুমি) জোনায়েদ কবির সোহাগ।

উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন,দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু প্রকাশ শীল।

 

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভুমি) জোনায়েদ কবির সোহাগ, ওসি কেপায়েত উল্লাহ, দক্ষিণ রাউজান পূজা উদযাপন  পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সুজিত কুমার দাস মিন্টু, নোয়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান দিদারুল আলম, পাহাড়তলি ইউনিয়ন চেয়ারম্যান রোকন উদ্দিন, উরকিরচর ইউনিয়ন চেয়ারম্যান সোহেল চৌধুরী, চিকদাইর ইউনিয়ন চেয়ারম্যান ও জন্মষ্টমী পরিষদের সভাপতি প্রিয়তোষ চৌধুরী, কদলপুর ইউনিয়ন চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী, জন্মষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক তপন দে, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপক দত্ত, শায়ন কুমার পালিত, সুনিল চক্রবর্ত্তী, দুলাল বড়ুয়া, অজিত বিশ্বাস, সুবাস দে, রুবেল বৈদ্য,উদয় দত্ত, স্বপন চৌধুরী প্রমূখ।  অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজ ও ৪ হাজার মহিলাকে শাড়ী ও ২হাজার পুরুষকে লুঙ্গি বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *