মোঃ ইমাম উদ্দিন (সুমন), নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল নির্বাচনী জন সভায় প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সড়ক পরিবহন সেতুমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সুবর্ণচর উপজেলার চর জব্বর ডিগ্রী কলেজ ও শহিদ জয়নাল আবেদিন মডেল উচ্চ বিদ্যালয় মাঠের বিশাল জনসভায় বলেন, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ চায় বিএনপি, তিনি আরো বলেন রোহিঙ্গা বিষয়ে প্রধান মন্ত্রীর বক্তব্য বিশ^ নেতৃবৃন্দের কাছে প্রসংশিত হয়েছে, জাতিসংঘের চলমান অধিবেশনে রোহিঙ্গাদেরকে নিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনা পাঁচ দফা প্রস্তাবনা পেশ করেছেন। পরে মন্ত্রী সুবর্ণচর উপজেলায় একটি পৌরসভা বাস্তবায়ন হবে বলে আশ^াস দেন।
উক্ত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপি সরকার বর্হির বিশে^ বাংলাদেশকে দূর্নীতিতে চ্যাম্পিয়ান করে ছিলেন যা একটা দেশের জন্য কলংক জনক। উক্ত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেন, আগামী নির্বাচন আমাদের জন্য একটি চ্যালেঞ্জ এ চ্যালেঞ্জে আমাদের জয়ী হতেই হবে, এজন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে বলেন তিনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জ আজম এমপি, মাহজাবীন মোর্শেদ এমপি, নোয়খালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনাম চৌধুরী সেলিম, উক্ত জনসভায় সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ওমর ফারুকের সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হানিফ চৌধুরীর পরিচালনায় জনসভায় প্রধান বক্তার বক্তব্যে নোয়াখালী -০৪ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেব ও চর জব্বর ডিগ্রী কলেজ জাতীয় করণ করার ও সুবর্ণচরে একটি ইপিজেড এবং স্টেডিয়াম করার আশ^াস দেন, এছাড়াও তিনি আরো বলেন আগামী ছয় মাসের মধ্যে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি নতুন এ্যাম্বুলেন্স দেবেন ও শহীদ জয়নাল আবেদিন স্কুলকে অতি শিগ্রই জাতীয় করণ করা হবে বলে জানান তিনি। সুবর্ণচর উপজেলার চর জব্বর ডিগ্রী কলেজ ও শহিদ জয়নাল আবেদিন মডেল উচ্চ বিদ্যালয় মাঠের বিশাল জনসভায় অন্যান্য দের মাঝে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য সামছুদ্দিন জেহান, যুগ্ন সম্পাদক আঃ মোমিন বিএসসি, কবির হাট উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলী, সদর উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহিন, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যা খান সোহেল, কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, হাতিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী রাতুল সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ আব্দুল মান্নান, সুবর্ণচর উপজেলা যুবলীগের আহবায়ক এ্যাডঃ আবুল বাসার ডিপটি, যুবলীগ নেতা মোঃ সিরাজ হোসেন, সাবেক সুবর্ণচর উপজেলা ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসঃ রাজিব, সুবর্ণচর উপজেলা ছাত্রলীগ আহবায়ক আমির খসরু মাহমুদ সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।