ফেনীতে ৩শ ৩০ গ্রাম পুলিশকে বাইসাইকেল, মোবাইল ও টর্চলাইট দিচ্ছেন নিজাম হাজারী

 

ফেনী  প্রতিনিধি:

ফেনীতে ৩৫ লাখ টাকা ব্যয়ে ৩শ ৩০ গ্রাম পুলিশকে বাইসাইকেল, মোবাইল ও টর্চলাইট দিচ্ছেন নিজাম হাজারী এমপি।আজ সোমবার সকালে মাস্টার পাড়ার লমী হাজারীর পুকুর ঘাটের সামনে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহামেদ চৌধুরী নাসিম গ্রাম পুলিশদের হাতে এই বাইসাইকেল, মোবাইল ও টর্চলাইট তুলে দিবেন। গ্রাম পুলিশদের দাবীর প্রেক্ষিতে নিজাম হাজারী এই সামগ্রী দিচ্ছেন। জেলার ২৯০জন পুরুষ ও ৪০ জন মহিলা গ্রাম পুলিষের হাতে এই উপহার সামগ্রী তুলে দেয়া হবে। নিজাম হাজারী এমপি ফেনী সমাচারকে জানান, গ্রাম পুলিশরা অবহেলিত। এই সামগ্রী তাদের কর্মকান্ডের গতিশীলতা আনবে,দায়িত্বের প্রতি আরো সচেতন হবে।এছাড়া দূর-দূরান্ত থেকে ইউনিয়ন পরিষদের সাথে যোগাযোগ সহজ হবে ও খরছ কমবে। এছাড়া তিনি জানান, এর আগে শহরে সিসি ক্যামরার ব্যাবস্থা করায় চুরি ছিনতাই বন্ধ হয়েছে। জেলার মানুষের শান্তির জন্য নিরলস ভাবে তিনি কাজ করে যাবেন বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *