প্রাণে প্রাণ মিশে একই প্রাণ হোক : ভেনিসে খোলা মাঠে ৮টি ঈদের জামাত

মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন আলাল,  ভেনিস >>>

ঈদ মোবারক  এই আহবানের মধ্য দিয়ে ইটালির ভেনিসে এই  প্রথমবারের মত  করোনা ভাইরাসে মধ্যে দিয়ে  ইতালি ভেনিসের মেস্ত্রে পুরাতন জামে  মসজিদ সামনে (plazzale  Madonna Pellegrina)   মাঠে ৮টি  ঈদে জামাতের  আয়োজন করা হয়।

 

প্রায় ৬ হাজার মাইল দূরের দেশ ইউরোপ  ইটালি যেখানে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা প্রায় দেড় লক্ষাধিক।

রেমিট্যান্সের চাকা সচল রাখতে গিয়ে প্রিয়জনের সাথে ঈদ করা হয় না এই সব প্রবাসীদের, আর তাই তাদের কে ঈদ আমেজের পরিপূর্ণতা দিত।

 

ভেনিসের মেস্ত্রে শহরের  ঈদের এই  নামাজের আয়োজনে প্রবাসী সর্বসাধারণ বাঙ্গালীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত।

 

এই বারের ঈদের কুশল বিনিময়ে করেন  এবং সংক্ষিপ্ত  বক্তব্য রাখেন  মেস্এে পুরাতন জামে মসজিদ  এর সম্মানিত সভাপতি আবদুল হান্নান হাওলাদার,  সাধারণ সম্পাদক  রফিকুল ইসলাম ছৈয়াল, বিশিষ্ট সামাজিক ও কমিউনিটি ব্যক্তিত্ব ছৈয়াল শরীফ উদ্দিন মিলন,

হাফেজ জসিম (কায়ুম মৃধা) মোহাম্মদ নান্নু ঢালী,হোসেন আবির(হাকিম ), নজরুল ইসলাম, আলী আহমদ, হাকিম মাষ্টার,আলমগীর হোসেন, আতিকুর ইসলাম, হারুন আহমেদ,  মোহাম্মদ আক্তার চৌকিদার, আব্দুল মোতালেব, নয়ন ছৈয়াল , কাজী রফিকুল ইসলাম , চনচল, হোসেন  আলমগীর প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *