রাশিয়ার শক্তিশালী ক্ষেপনাস্ত্র শয়তান-২ পরীক্ষা :যুক্তরাজ্য এবং টেক্সাস ধ্বংস করতে পারবে

 

অান্তর্জাতিক ডেস্ক ৩০ অক্টোবর, ২০১৭।

শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। শয়তান-২ নামের এই ক্ষেপনাস্ত্র হিরোশিমায় ফেলানো মার্কিন বোমার চেয়ে এক হাজার গুন বেশি শক্তিশালী। এক হামলায় যুক্তরাজ্য এবং টেক্সাস ধ্বংস হয়ে যেতে পারে এই বোমার আঘাতে।

ক্ষেপনাস্ত্রের সঙ্গে ১২টি নিউক্লিয়ার ওয়্যারহেড যুক্ত করা সম্ভব। বৃহস্পতিবার শয়তান-২ বা আরএস-২৮ নামের ক্ষেপনাস্ত্রটি মস্কো থেকে প্রায় ৮শ’ কিলোমিটার দূরে মহাকাশকেন্দ্র প্লেসটেক কসমোড্রোম থেকে উেক্ষপন করা হয়। নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে এটা ৩ হাজার ৬ শ’ মাইল আকাশে ওড়ে।

রাশিয়ার কুরা অঞ্চলে পড়ে ক্ষেপনাস্ত্রটি। শুক্রবার রুশ প্রতিরক্ষামন্ত্রণালয় এই তথ্য জানায়। পরমাণু অস্ত্রের পরীক্ষার অংশ হিসেবে একইদিন পরমাণু ডুবোজাহাজ থেকে আরো তিনটি ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালায় রাশিয়া।

খবর ডেইলি মেইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *