আসলামউজ্জামান, ইতালি:
জলকন্যা খ্যাত পর্যটন নগরী ইতালির ভেনিসে দোহার ভেনিস ঐক্য পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে। ভেনিসের মেস্রের একটি হলরুমে জাওয়ার মোড়লের পরিচালনায় ভেনিসে বসবাসরত দোহার বাসীর উপস্থিতিতে সকলের মতামতের ভিত্তিতে কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
কমিটির সভাপতি পুনরায় নির্বাচিত হয়েছেন মুরাদ আহমেদ,সাধারন সম্পাদক- মিরাজুল ইসলাম রিপন, এবং সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন আশিক কে পুনরায় নির্বাচিত করেছেন উপস্থিত জনতা। খুব শীঘ্রই অভিষেক এর মাধ্যমে বাকি পদ গুলো বন্টন করে ঘোষনা দেওয়া হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুর আলি পাঠান জিল্লু,আবুল কালাম, নুর আজম লিটন, মোক্তার হোসেন, তরিকুল ইসলাম, মহিউদ্দিন খান, মীর মোস্তাক, লিংকন খালাসী, আসলাম হোসেন, বাবু মাঝি,উজ্জল পাঠান,নাসির উদ্দিন,সাইফুল ইসলাম,রনি,মিল্লাত,আকবর গাজীসহ আর ও অনেকে।এ সময় নির্বাচিত প্রার্থীরা সকলের কাছে দোয়া চান।