হাতিয়ায় বঙ্গোপসাগরে নৌকাডুবি, নিহত ১, উদ্ধার ১২ | বাংলারদর্পণ

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী :
নোয়াখালীর হাতিয়া উপজেলায় ১৩জন জেলে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে একটি মাছ ধরার নৌকা ডুবির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মাছ ধরার অন্য একটি নৌকার জেলেরা নিহত জেলের মরদেহসহ আরও ১২জন জেলেকে জীবিত উদ্ধার করে। নিহত রায়হান (২৫), উপজেলার বুড়ির চর ইউনিয়নের ফরিদ উদ্দিন’র ছেলে।

বুধবার (২৯ জুলাই) ভোরে হাতিয়ার রহমত খাল নামকস্থান থেকে ২০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের গ্যাস ফিল্ডের পাশে নৌকা ডুবির এ ঘটনা ঘটে।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের দুপুর ২টায় উদ্ধার হওয়া জেলেদের বরাত দিয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নৌকাটি বঙ্গপসাগরের গ্যাস ফিল্ড এলাকায় পৌঁছলে বৈরী আবহাওয়ার মুখে পড়ে। এ সময় প্রচণ্ড বাতাস ও তীব্র ঢেউয়ে ১৩ জন জেলে নিয়ে মাছ ধরার নৌকাটি ডুবে যায়। পরে মাছ ধরার অন্য একটি নৌকার জেলেরা তাদের উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *