বাগেরহাটে মোরেলগঞ্জে চোরাই সন্দেহে ৩৫ বস্তা চাল জব্দ | বাংলারদর্পণ

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :
বাগেরহাটেরমোরেলগঞ্জে চোরাই চাল সন্দেহে ৩৫ বস্তা চাল জব্দ করেছন সহকারি কমিশনার(ভূমি) রঞ্জণ চন্দ্র দে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফুলহাতা বাজারের মুদি ব্যাবসায়ী অলিয়ার কাজীর দোকান সংলগ্ন বসতঘর থেকে এ চাল জব্দ করেন। এ সময় অলিয়ার কাজী পলাতক ছিলেন।
ঈদুল আজহা উপলক্ষে বহরবুনিয়া ইউনিয়নে হতদরিদ্রের জন্য পাওয়া বিষেশ ভিজিএফ এর চাল বস্তা পরিবর্রিতন করে ওই দোকানীর নিকট গোপনে বিক্রি করা হয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে ৩৫ বস্তা চাল জব্দ করা হয়।

এ বিষয়ে ঘটনাস্থল থেকে থানার ওসি(তদন্ত) ঠাকুর দাশ মন্ডল বলেন, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে অলিয়ার কাজীর ঘরে পাওয়া ৩৫ বস্তা চাল জব্দ করা হয়েছে। অলিয়ার কাজীকে পাওয়া যায়নি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *