নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়াতে বজ্রপাতের শিকার হয়ে আবদুল মান্নান খোকন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (৬জুন) বিকেল ৪টার দিকে উপজেলার ৮নং সোনাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজচড়া গ্রামে তার মৃত্যু হয়। খোকন ওই এলকার মোল্লা বাড়ীর মৃত মৌলভী সৈয়দ আহমদের ছেলে। তিনি পাঁচ সন্তানের জনক ছিলেন।
স্থানীয়রা জানায়, বিকেলের দিকে কৃষক খোকন তার বাড়ির উত্তর পাশের একটি খেতে গরু আনতে যায়। ওই সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই খোকনের মৃত্যু হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।