সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার চর সাহাভীকারী গ্রামের ঘোষ বাড়ী থেকে আবদুস শুক্কুর (৩৭)নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উত্তর-পশ্চিম চর ছান্দিয়া গ্রামের আলী আহম্মদের পুত্র ও দুই সন্তানের জনক। রবিবার (২৮জুলাই) বিকেলে উপজেলার চর দরবেশ ইউনিয়নের দক্ষিন চর সাহাভীকারী গ্রামের ঘোষ বাড়ীর পুকুর পাড়ে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
এলাকাবাসী জানায়, তাকে শ্বাসরোধ করে হত্যার পর গাছে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। তবে স্থানীয় সাংবাদিক জসিম উদ্দিন কাঞ্চন জানায় , নিহত শুক্কুর কিছুদিন যাবত মানষিক রোগে ভুগছিলেন।
সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ জানায়, প্রাথমিকভাবে মৃত্যুর কারন জানা যায়নি। লাশ ময়নাতদন্তের ফেনী সদর হাসাপাতালে পাঠানো হয়েছে।