চট্টগ্রাম ব্যুরো :
দৈনিক সমকাল প্রতিনিধি সাংবাদিক রুবেল খান এর একমাত্র শিশুকন্যা রাইফা খান হত্যার বিচার দাবীতে মানববন্দন করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন।
মানববন্দনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ম্যাক্স হসপিটালের ডাক্তারদের ভুল চিকিৎসার কারণে নিবে গেল একটি প্রদীপ। পিতার কোলে সন্তানের লাশ দেখে সমবেদনা জানানোর ভাষা হারিয়ে ফেলেছি দেশবাসী। শাস্তি চাই ঐ ডাক্তার নামক পাষণ্ড ব্যক্তির।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে রবিবার সকাল ১০টায় উক্ত মানববন্দন অনুৃষ্ঠিত হয়।