এম.এমরান পাটোয়ারী:
মহান বিজয় দিবস উপলক্ষে ফেনী সাউথ-ইস্ট ডিগ্রি কলেজের উদ্যেগে বিজয় দিবস উদযাপন ও আলোচনা সভা ১৬ ডিসেম্বর শুক্রবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ ফরমায়েশ চন্দ্র দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান ও কলেজ গভনিং বডির বিদ্যোৎসাহী সদস্য মজিবুর হক রিপন। কলেজের প্রভাষক নিজাম উদ্দিনের সঞ্চলনায় প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও কলেজ গভনিং বডির বিদ্যোৎসাহী সদস্য ড. বেলাল উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফছার আপন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাজিলপুর ইউনিয় যুবলীগের সভাপতি শাহা আলম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাশেদ ভূঞা ও সাধারণ সম্পাদক মহসিন অপু প্রমুখ।
মুক্তিযুদ্ধের দীপ্ত শপথে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার ও চেতনা সমুন্নত রাখার অঙ্গিকার নিয়ে ছাত্র-ছাত্রীদেরকে শপথ বাক্য পাঠ করান এবং সকলের হাতে হাতে বিজয় নিশান তুলে দেন প্রধান অতিথি মজিবুল হক রিপন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ শেখ এর সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মো. আলী হোসেন।