ফেনী প্রতিনিধি :
ফেনীর পরশুরাম প্রেসক্লাব সভাপতি ও দৈনিক যায়যায় দিন’র স্থানীয় প্রতিনিধি আবু ইউসুফ মিন্টুকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা । তাঁকে পরশুরাম স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেনী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।
জানা যায়, আজ দুপুরে পরশুরামের ধনিকুন্ডা এলাকায় নাসিম মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের ত্রান বিতরণ অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এই হামলার শিকার হন মিন্টু। হামলাকারীরা যুবলীগের কর্মী বলে জানা গেছে । মিন্টু নজরুল একাডেমি পরশুরাম শাখার সাধারন সম্পাদক ।
সাংবাদিক আবু ইউসুফ মিন্টুর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সোনাগাজী প্রেসক্লাব সভাপতি ও বিএমএসএফ ফেনীর সহ সভাপতি সৈয়দ মনির আহমদ ।
এছাড়া হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, বিএমএসএফ, ফেনী প্রেসক্লাব, ফেনী রিপোর্টার্স ইউনিটি, সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।
পরশুরাম থানার ওসি শওকত হোসেন জানায়, সাংবাদিক মিন্টুর ওপর হামলার বিষয়ে তার কাছে কোন তথ্য নেই এবং এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।