পরশুরাম সংবাদদাতাঃ
বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা পেয়েছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি মানুষের ভাগ্যন্নোয়নে আওয়ামী লীগ সরকার কাজ করবে।
শনিবার সকালে ফুলগাজী -পরশুরামে মুহুরী নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে ফুলগাজী বাজারে এক পথসভায় পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক উপজেলা চেয়ারম্যান আবদুল আলিমের সঞ্চালনায় উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী।
আরও কথা বলেন, ফেনী-১ এর সাংসদ শিরীন আখতার, ফেনী-২ এর সাংসদ নিজাম উদ্দিন হাজারী, আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সাংসদ ফরিদুন্নাহার লাইলী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম প্রমুখ।
উল্লেখ্য, প্রতি বছর বর্ষা মৌসুমে ভারত হতে নেমে আসা পাহাড়ি ঢলে মুহরী নদী বিভিন্ন স্থানে ভাঙনের ফলে এ অঞ্চলের গবাদি পশু, ফসলী জমি, মৎস ঘের,শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ী পানিতে তলিয়ে যায়। ক্ষতিগ্রস্থ হয় এ অঞ্চলের লক্ষাধিক মানুষ।
পরিদর্শনকালে উপমন্ত্রী ফুলগাজী ও পরশুরামে মুহুরী নদীর বাঁধ নির্মাণে ৮০০ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়ে দ্রুততম সময়ে নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ফুলগাজী ও পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্থ ১০০০ জনের মধ্যে ত্রাণ বিতরণ করেন।