রামগড়ে ছিনতাইকালে আটক ৩ | বাংলারদর্পন

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি :

জেলার রামগড়ে অন্তুপাড়ার অংথোয়াই মারমা ও মংপ্রু মারমা গরু কোরবানির হাটে বিক্রির জন্য নেয়ার পথে শুক্রবার (২ আগষ্ট) রামগড় -ঢাকা সড়কের  মহামুনি এলাকায় ২টি গরু ছিনতাইয়ের ঘটনা ঘটে।  ছিনতাইয়ের ঘটনার পর পৌর এলাকার গোলটিলা হতে স্থানীয়দের সহযোগীতায়  পুলিশ গরু ২টি উদ্ধার করে, এর পর  ছিনতাইকারী ৩ জনকে আটক করেছে।

 

আটককৃতরা হলেন, পৌর এলাকার  তৈচালাপাড়ার শামছুল হকের ছেলে মোঃ শামিম(১৮), চৌধুরিপাড়ার মুফতি মীর হোসেনে মাওলানার ছেলে শওকত হোসেন(১৭) ও  মাস্টারপাড়ার সাহাব উদ্দিনের ছেলে কামরুল হাসান (২২)।

 

গরুর মালিক  অংথোয়াই মারমা ও মংপ্রু মারমা জানান,  তারা নিজ বাডি থেকে শুক্রবার দুপুরে নিজেদের গরু দুটি বাগানবাজার কোরবানির পশুর হাটে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন পথে মহামুনি এলাকায় ১০-১২ যুবক ষাঁড় গরু দুটি মালিকের কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

 

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, গরু ছিনতাইয়ের খবর পাওয়ার সাথে সাথে পুলিশ অভিযানে নামে। বিকাল ৪ টার দিকে পৌর সভার জগন্নাথপাড়া সংলগ্ন গোলটিলা এলাকা থেকে গ্রামবাসির সহযোগিতায় ছিনতাইকৃত গরু দুটি উদ্ধার করা হয় এবং সাড়ে ৪টায় ছিনতাই ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা রুজু হয়েছে। ছিনতাই ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের ধরতে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *