নোয়াখালীতে ডেঙ্গু আক্রান্ত রেলওয়ে কর্মচারীর মৃত্যু | বাংলারদর্পন

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী:

নোয়াখালীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক রেলওয়ে কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার (২ আগস্ট) সকালে নিজ কর্মস্থলে ডেঙ্গু আক্রান্ত হয়ে নোয়াখালী প্রাইম হাসপাতালে ভর্তি হলে ওই দিন সকাল দুপুর ১২দার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মোশাররফ হোসেন রাজু (৩০) নোয়াখালী সদর উপজেলার ২ নং দাদপুর ইউনিয়নের নলুয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আবুল বাশার’র ছেলে।

নিহতের ভাই  জানান, ডেঙ্গু আক্রান্ত মোশাররফ হোসেন রাজু কুমিল্লা রেলওয়েতে কুক কাম বিয়ারার পদে চাকুরী করতেন। কয়েকদিন ধরে জ্বর জ্বর বোধ করলে শুক্রবার সকালে নোয়াখালী ফাহিম হাসপাতালে ভর্তি হলে  চিকিৎসাধীন অবস্থায় শেষ  নিশ্বাস  ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *