সোনাগাজীর ইউএনও এবং সহকারি কমিশনার’র বিরুদ্ধে মামলা

ফেনী প্রতিনিধি : ভ্রাম্যমান অভিযানে বালু উত্তোলনের ড্রেজার মেশিন নষ্ট করে দেয়ায় ফেনীর সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার’র (ভূমি)  বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন বালু মহাল ইজারাদার  মো. রুহুল আমিন।

বুধবার দুপুরে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে (আমলী আদালত-৩ )  তিনি এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়েছেন ।

বাদি মামলায় উল্লেখ করেন, তার মালিকীয় ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স রুহুল আমিন এর নামে সোনাগাজী উপজেলার চরদরবেশ বালু মহালটি থেকে বালু উত্তোলনের জন্য জেলা প্রশাসক থেকে ইজারা নেন। গত ২২জুলাই জেলা প্রশাসনের সাথে ইজারাদার রুহুল আমিন ৩০০টাকা মূল্যের নন জুডিসিয়াল স্ট্যাম্পে বালু উত্তোলনের চুক্তিপত্র সম্পাদন করেন।

গত ২৬ জুলাই জেলা প্রশাসনের ডেপুটি কালেক্টর, রাজস্ব বাংলা ১৪২৫সালের ১বৈশাখ থেকে ১৪২৫ ৩০চৈত্র পর্যন্ত বালু উত্তোলনের জন্য তাকে কার্যাদেশ দেন।

গত ২৭ আগস্ট সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে ড্রেজার মেশিনটির সংযোগ তার কেটে দেন এবং মেশিনটি অচল করে দেয়ার জন্য উপস্থিত শ্রমিকদের নির্দেশ দেন। এছাড়া বাদিকে ফৌজদারি মামলায় আটকের নির্দেশ দেন।

বাদি পক্ষে মামলা পরিচালানা করেন এডভোকেট জাহিদ হোসেন খসরু, এডভোকেট রফিকুল ইসলাম খোকন, ফজলুল হক ছোটন ও এডভোকেট নাছির উদ্দিন বাহার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *