ফেনী প্রতিনিধি :
ফেনীতে আজ বৃহস্পতিবার ( ১৯ জুন ) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এ অভিয়ানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
তিনি জানান, শহরের ট্রাংক রোডে হাজী বিরিয়ানি হাউজ ও নান্না বিরিয়ানি হাউজ প্রতিষ্ঠান দুটিকে ঢাকার ঐতিহ্যবাহী বিরিয়ানি হাউজের নাম অনুকরণ করতে দেখা যায়। আদালত হাজী বিরিয়ানি হাউজের ব্যবস্থাপক মোঃ তুহিন (২৯) কে ৩০হাজার টাকা ও নান্না বিরিয়ানি হাউজের মালিক শেখ ফরিদ স্বপন (৫৪) কে ২০হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করে।
অভিযানে ফেনী সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রহমান ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
#বাংলারদর্পন।