ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস সম্পন্ন | বাংলারদর্পন

 

ফটিকছড়ি সংবাদদাতাঃ

 

 

 

ফটিকছড়ি উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্টান  ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস গত ১লা জুলাই রবিবার কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

 

কলেজ ছাত্র মোঃ বেলাল উদ্দিনের কন্ঠে পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্টানের শুভ সুচনা করেন।

 

কলেজের অধ্যাপক এন.এম.রহমত উল্লাহ’র সঞ্চালনায়,

কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জনাব মো: আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত  ওরিয়েন্টেশন ক্লাসে শিক্ষকশিক্ষিকা ও কর্মচারীদের পরিচিতি, কলেজের নিয়ম শৃংঙ্খলা ও সার্বিক বিষয়ে নবাগত শিক্ষার্থীদের অবহিত করা হয়।

 

 

ওরিয়েন্টেশন ক্লাসে শিক্ষকমন্ডলীর পক্ষ থেকে  বক্তব্য প্রদান করেন উপাধ্যক্ষ মোহাং মনিরুজ্জমান, অধ্যাপিকা মমতাজ শিরীন, অধ্যাপক স্বপন কুমার নাথ,অধ্যাপক মোহাম্মদ আলী,অধ্যাপিকা অতসী বড়ুয়া, অধ্যাপক রিদুয়ানুল হক,অধ্যাপক জয়নাল আবেদীন পাঠান,অধ্যাপক রাশেদুল ইসলাম চৌধুরী।

 

 

শিক্ষার্থীদের পক্ষ থেকে জামাল উদ্দীন, সাদেক আলী সিকদার,প্রশান্ত দে এবং ডেবিট ইমরান বক্তব্য প্রদান করে।

 

বক্তারা শিক্ষার্থীদের শিক্ষা অর্জন ও জীবন গঠনমূলক বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *