ফেনী প্রতিনিধি :
‘এসো নবীন দলে দলে – ছাত্রলীগের পতাকা তলে ‘ এ শ্লোগানে আজ সোমবার সকালে সোনাগাজী সরকারি কলেজে নবীন ছাত্রদের বরণ করে নিয়েছে কলেজ ছাত্রলীগ।
কলেজ মিলনায়তনে ফুল দিয়ে বরন এবং সংক্ষিপ্ত অালোচনা সভায় কলেজ ছাত্রলীগ সভাপতি নেয়ামত উল্যাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ মহি উদ্দিন চৌধুরী।
আরও বক্তব্য রাখেন, সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন, সাধারন সম্পাদক ইফতেখার হোসেন খন্দকার, সাবেক সভাপতি সাইদুল হক, চরছান্দিয়া ছাত্রলীগের সভাপতি জীবন মিয়াজি, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ।
আলোচনা শেষে , পৌর শহরে ছাত্রলীগ নেতাদের নেতৃত্বে অানন্দ মিছিল বের করা হয়। মিছিল শেষে উপজেলা অা’লীগ কার্যালয়ের সামনে পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখেন সোনাগাজী পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন।
#বাংলারদর্পন।