ফেনীতে সমন্বয়কদের পিটিয়েছে বহিষ্কৃত ছাত্রদল নেতা

ফেনী :

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নারী প্রতিনিধি ও দুই সমন্বয়কের পি’টি’য়েছে বহিষ্কৃত ছাত্রদল নেতা জিল্লুর রহমান এবং তার সহযোগীরা।

৬ মে, মঙ্গলবার রাতে ফেনী জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আ’হতরা হলেন, সমন্বয়ক আবদুল্লাহ আল মাহফুজ, সালমান হোসেন ও নাদিয়া আক্তার খুশি।

এদের মধ্যে মাহফুজ ফেনী শহরের আরামবাগ এলাকার আবদুল মান্নানের ছেলে ও সালমান সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিজয় সিংহ এলাকার বশির আহম্মদের ছেলে এবং খুশি সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আবুল কালামের মেয়ে।

আহত সালমান জানান, হাসপাতালে একজন রোগীকে দেখে ফেরার সময় ফেনী সরকারি কলেজ ছাত্রদলের ব’হিস্কৃত যুগ্ম আহবায়ক জিল্লুর রহমানের নেতৃত্বে ১৫/২০ জনের একটি গ্রুপ তাদের উপর হামলা চালায়।

গুরুতর আ’হত মাহফুজকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত বলেন, ফেনীর প্রশাসন এবং কেন্দ্রীয় ছাত্রদল এই ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করে আমরা দেখতে চাই। পুরোনো সহিংসতার সংস্কৃতি আমরা আর ফিরতে দিবো না। অবিলম্বে হা’ম’লাকারীকে আইনের আওতায় আনতে হবে।

এবিষয়ে জানতে ছাত্রদল নেতাকে বারবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীরা মা’মলার প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগ হাতে পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomcasibom girişcasibomcasibom girişcasibom güncel girişjojobet güncel girişcasibom girişcasibom güncel girişcasibomcasibom girişcasibom güncel girişjojobetjojobet girişcasibomcasibom girişcasibom güncel girişjojobetjojobet girişjojobet güncel girişkavbetkavbet girişkavbetkavbet girişkavbetkavbet girişcasibom güncel girişmarsbahismarsbahis girişmarsbahis güncel girişholiganbetholiganbet girişholiganbet güncel girişcasibomcasibom girişcasibomcasibom girişcasibomcasibom girişcasibomcasibom girişcasibomcasibomcasibom girişcasibom güncel girişcasibomhttps://casibom-oyunlar.net/casibomcasibom girişcasibom girişcasibom bonuscasibomcasibomcasibom girişcasibom güncel girişcasibomcasibomcasibom girişcasibomcasibomcasibomcasibom girişcasibomcasibom girişcasibomcasibom girişcasibomcasibom giriş