সোনাগাজী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী থেকে চুরি হওয়া সিএনজি অটোরিকশা চট্টগ্রামের ফটিকছড়িতে উদ্ধার।
জানা যায়, সোনাগাজী পৌরসভাস্থ হাসপাতাল এলাকা থেকে গত ২০অক্টোবর রাতে একটি সিএনজি অটোরিক্সা চুরি হয়। ২৪ অক্টোবর মঙ্গলবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ি এলাকা থেকে অটোরিক্সাটি উদ্ধার করে পুলিশ। সোনাগাজী থানা পুলিশ জানান, অটোরিক্সা উদ্ধারকালে চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
ধৃতরা হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের জুলফু মিয়ার ছেলে মো: দুলাল মিয়া(৪০), নাটোর জেলার বাঘাতি উপজেলার মৃত অাবদুল হামিদের ছেলে মো:কবির আহাম্মদ(৪১)।
ধৃতদের বুধবার ফেনী অাদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।