শওকত মুরাদ ,চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর জাতিসংঘ পার্ক থেকে ইভটিজিংকালে নগর উত্তর শিবিরের বায়তুল মাল সম্পাদক মো আলাউদ্দিন আটক হয়েছে । উল্লেখিত শিবির নেতা আলাউদ্দিন মহসীন কলেজেও শিবিরের বায়তুল মাল সম্পাদক ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর জাতিসংঘ পার্ক ভ্রমনপিপাসুদের জন্য উন্মুক্ত থাকে । পার্কে বেড়াতে যাওয়া এক তরুনীকে বারবার কথা বলে বিরক্ত করার সময় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে তাকে ধরতে চাইলে সে দৌড়ে পালাতে চেষ্টা করে এবং তার হাতে থাকা মোবাইল ও একটি পলিব্যাগ নালার পাশে ছুড়ে মারে । পরে স্থানীয় লোকজনের সহায়তায় ছাত্রলীগের নেতা কর্মীরা তাকে আটক করে ।
পরে ঐ তরুণী দ্বয়ের অভিযোগের ভিত্তিতে শিবির নেতা আলাউদ্দিনকে পার্শ্ববর্তী পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়।
আটক শিবির নেতা আলাউদ্দিন শিবিরের কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন ও জিসানের ঘনিষ্ট জন বলে পরিচিত । তার ফেসবুক ওয়াল থেকে জানা যায় , সে শিবিরের অনেক গুরুত্তপুর্ন কার্যক্রমের সাথে জড়িত ।
এমনকি তার ফেসবুক ওয়ালে শিবিরের অনেক কৌশল ও কার্যক্রমের বিষয়ে উল্লেখ রয়েছে । শিবির নেতা আলাউদ্দিন আটকের খবরে চট্টগ্রাম জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।
স্থানীয়রা জানায় , ইভটিজিং এর ঘটনায় আটক হলেও শিবির নেতা আলাউদ্দিনের ফেসবুক ওয়াল যাচাই করে এবং তার রাজনৈতিক কর্মকান্ড বিবেচনায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে শিবিরের অনেক নাশকতা ও সরকার বিরোধী কার্যক্রমের তথ্য বেরিয়ে আসবে । এর আগেও এই শিবির নেতা আলাউদ্দিন জেল খেটেছে বলেও জানায় স্থানীয়রা ।
পাঁচলাইশ থানা সূত্রে জানা যায় আলাউদ্দিন একাধিক মামলার আসামী। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।।