বিনোদন ডেস্কঃ বলিউডের ‘বেবিডল’ সানি লিওন। প্রথমে পর্নোতারকা তারপর বলিউড অভিনেত্রী হলেও তিনি একজন কর্তব্যপরায়ণ স্ত্রীও।
সম্প্রতি সানির স্বামী ড্যানিয়েল ওয়েবারের জন্মদিন। আর তাই স্বামীকে খুশি করার জন্য এতো ব্যস্ততার মধ্যেও সময় বের করে তৈরি করেন এক সারপ্রাইজ প্ল্যান।
৩৩ বছর বয়সী ইন্দো-কানাডিয়ান এই অভিনেত্রী স্বামীর জন্য এক্সক্লুসিভ এক বার্থ ডে পার্টির ব্যবস্থা করলেন শুটিং সেটেই। ড্যানিয়েলের জন্য আনা হয় ‘ব্যাটম্যান ও সুপারম্যানে’র ছবি দেয়া বিশেষ এক কেক। থাইল্যান্ডের পাতায়ায় ‘মস্তিজাদে’র শুটিং সেটেই চলে সেই কেক কাটা।
‘জিসম-২’ তারকা সানি নিজেই সেই ছবি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে।
তিনি জানিয়েছেন, পাতায়ায় শুটিং সেরে তিনি স্বামীর সাথে যাবেন এক রোমান্টিক ডিনারে।
বলাই বাহুল্য এই সবই তিনি করেছেন স্বামীকে খুশি করতে।
পাঞ্জাবি বংশোদ্ভূত সানি লিওনির ভারতীয় বিনোদন মাধ্যমে যাত্রা ২০১১ সালে ‘বিগ বস ৫’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে। পরের বছর মহেশ ভাটের চিত্রনাট্য ও পূজা ভাটের পরিচালনায় ‘জিসম-২’ ছবির মাধ্যমে বলিউডের উঠোনে পা রাখেন তিনি। প্রথম ছবিতে সাফল্য পাওয়ায় তাকে নিয়ে কাজের আগ্রহ বেড়ে যায় বলিউডের নির্মাতাদের মধ্যে। এরইমধ্যে সানি অভিনীত একাধিক ছবি মুক্তিও পেয়েছে বলিউডে।
সূত্র- টাইমস অব ইন্ডিয়া ও বলিউড লাইফ।