বাহারাইনে মৌলভীবাজারের সাইফুলের করুণ মৃত্যু ! 

মোঃস্বাপন মজুমদার, বাহারাইন থেকে :
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার সাইফুল ইসলাম বাহারাইনে করুণ মৃত্যু হয়েছে ।

তার বন্ধুরা জানান,হায়রে প্রবাস জীবন কত কষ্টের, কত বেদনার। এক মাত্র ভুক্তভোগীরা ভাল করে জানেন। জীবনে একটু ভাল ভাবে ও উন্নত পরিবেশে বাঁচার জন্য ভিটেমাটি বিক্রি করে সাত সমুদ্র তের নদী পেরিয়ে আসতে হয় প্রবাসে।কেউ হাসি মুখে আর কেউ জেল কেটে কেউবা আবার লাশ হয়ে ফেরত যেতে হয়। কেউ পঙ্গু ও বিভিন্ন মরণব্যাধী রোগে আক্রান্ত হয়ে স্বদেশের মাটিতে যেতে হয়।

তারই এক উদাহরন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মেদেনীমহল গ্রামের মোঃ সাইফুল ইসলাম(৩৭) দীর্ঘ ১৩ বছর যাবত বাহরাইনে রয়েছেন। বৈধ ভিসা নিয়ে আসার পর মালিক বা ( আরবাব) বৈধ কাগজ পত্র দিতে অস্বীকৃতি জানায় ও মোটা অংকের টাকা বা বাহরাইনী দিনার দাবী করে। নিরুপায় হয়ে অবৈধ ভাবে খেয়ে না খেয়ে নতুন জীবন শুরু করেন বাহরাইনে। ভাগ্যের কি পরিহাস চলতি বছরের জানুয়ারিতে গৃত নির্মাণ কাজে হটাৎ ৩ তালা থেকে ছিটকে নিচে পড়ে গেলে সাইফুল ইসলামের মেরুদণ্ডের হাড় ভেঙ্গে যায়। পরে স্হানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে তার বৈধ কোন কাগজ পত্র না থাকায় পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে নিয়ে যায়। জেলহাজতে তার শারীরিক অবস্থার অবনতি হলে বাহরাইন সালমানিয়া হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু গত ২০ মার্চ রাতে চিকিৎসাধিন অবস্থায়  তার মৃত্যু হয়। বর্তমানে নিহত সাইফুলের লাশ দেশে পাঠানো নিয়ে চলছে বেশ জঠিলতা কারন এদেশে অবৈধ ভাবে বসবাস করলে জেল ও মোটা অংকের জরিমানা প্রদান করতে হয়।

এ ব্যাপারে বাহারাইনস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নিহত সাইফুলের ভিসা সৌদিআরব দাম্মামের, সে দীর্ঘ ১৩ বছর যাবত অবৈধ ভাবে বাহরাইনে সে অবস্থান করছে। এ জন্য বেশ কিছু আইন জঠিলতা রয়েছে। দূতাবাস লাশ দেশে পাঠানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিহত সাইফুলের লাশ সালমানিয়া হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে  বাংলাদেশ দূতাবাস জানায়।সাইফুলের লাশ দেশে পাঠানোর সব কিছু ঠিক হয়েছে আগামী রবিবার  দেশে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *