ফেনী’ প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী পৌরসভার জিরোপয়েন্টস্থ ৪টি দোকান দখলের অভিযোগ উঠেছে ৬নং চর ছান্দিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি বেলায়েত হোসেন সবুজ লন্ডনীর বিরুদ্ধে।
রবিবার বিকেলে পৌরসভাস্থ নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন উপজেলা আওয়ামীলীগ নেতা নুরুল আবছার।
সাংবাদিকদের উদ্দেশ্যে আবছার বলেন, আমার ফুফাতো ভাই নুরুল আমিন দীর্ঘদিন ধরে অ্যামরিকায় বসবাস করেন। তাঁর জমি-জমা আমি দেখাশুনা করি।
প্রবাসি নুরুল আমিন জিরোপয়েন্টস্থ চর গনেশ মৌজায় সোনাগাজী বাজারের প্রধান সড়কের পাশে ক্রয়কৃত প্রায় ৩ শতক জমিতে দোকান ঘর নির্মান করিয়া দীর্ঘদিন ভোগ দখলে আছেন।
হঠাৎ কিছুদিন যাবত ওই দোকানের ভাড়াটিয়াদের উচ্ছেদের পায়তারা করছে যুবলীগ নেতা বেলায়েত হোসেন সবুজ। এ ঘটনায় ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দেয়ায় আমাকে মামলায় ফাঁসানো এবং প্রাননাশের হুমকি দেয় সবুজ।
যুবলীগ নেতা বেলায়েত হোসেন সবুজ লন্ডনী বলেন, আমার পিতা ও ৫ চাচা ১৯৭৫ সালে জনৈক আবদুস সোবহান মিয়ার কাছ থেকে উক্ত জমি ক্রয় করেছেন।
৪৫ বছর যাবত আমরা উক্ত জায়গায় ভোগ দখলে আছি। বিএসসহ সকল জরিপে উক্ত জমি আমাদের নামে রেকর্ড হয়েছে ।
তাছাড়া এডিএম আদালতে একটি অভিযোগ আছে, তার নিষ্ফত্তি হওয়ার জন্য আমরা অপেক্ষায় আছি । আদালতের সিদ্ধান্ত আমরা মেনে নেব। বিনা উস্কানিতে নুরুল আমিনের পক্ষে নুরুল আবছার যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন।
বাংলারদর্পন।