করোনায় রামগড়ে মুক্তিযোদ্ধা হাসেম আলী কমান্ডার এর মৃত্যু | বাংলারদর্পন

মোশারফ হোসেন,
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি :
রামগড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা হাশেম আলী কমান্ডার মৃত্যু বরন করেন। বুধবার (২২জুলাই) দিবাগত রাত ১টার সময় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

রামগড় পৌরসভার ২ নং ওয়ার্ডেরসুকেন্দ্রাই পাড়ার মৃত নায়েব আলী সন্তান মুক্তিযোদ্ধা হাশেম আলী কমান্ডারের মৃত্যকালে বয়স ছিলো প্রায় ৮৫ বছর, তিনি স্ত্রীসহ ২ মেয়ে ৭ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

বুধবার (২২ জুলাই) দুপুর ১টা ৪৫ মিনিটের সময় রামগড় কেন্দ্রীয কবস্থানের সামনে “শেষ বিদায়ের বন্ধু” সংগঠনের সহযোগিতায় সামাজিক দূরত্ব মেনে জানাজা শেষে রামগড় কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পুলিশের একটি চৌকশ দল গার্ড অব অনার দেওয়ার মাধ্যমে দাফন করা হয়। এতে ইমামতি করেন মাওলানা হাফেজ আশরাফ আলী।

এসময় উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাকে শেষ বিদায় জানান, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি সহকারী কমিশনার(ভূমি) সজীব কান্তি রুদ্র, সাবেক মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডার মফিজুর রহমান, জেলা ডেপুটি কমান্ডার মোস্তফা হোসেন, মুক্তিযোদ্ধা আবুল কালাম, বাহার মিয়া, সিদ্ধিক মিয়াসহ পরিবারের সদস্যবৃন্দ প্রমুখ।

এতে বীর মুক্তিযোদ্ধা হাশেম আলী কমান্ডার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্বপ্রদীপ কুমার কারবারী, পৌরসভার মেয়র কাজী মোহাম্মদ শাহজাহান ,
সাবেক মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডার মোঃ মফিজুর রহমান মুক্তিযোদ্বা সন্তান কমান্ডের সভাপতি খাজা নাজিম উদ্দীন ও সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *