জহিরুল ইসলাম জাহাঙ্গীর:
ফুলগাজী উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিৎ চন্দ্র দেবনাথ’র পরিচালনায় ২২জুলাই বুধবার সকাল ১১ টায় ফুলগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।
উক্ত শিশুখাদ্য প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আলিম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা নাসরিন কান্তা, স্থানীয় সাংসদ প্রতিনিধি ফেনী জেলা জাসদ সভাপতি মাস্টার নুরুল ইসলাম প্রমূখ।
উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ১২০ জন শিক্ষার্থীদের মাঝে এই শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। বাংলারদর্পন