কোম্পানীগঞ্জে ৯৮ পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন  

 

কোম্পানীগঞ্জ প্রতিবেদক :

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন পালন করেছে কোম্পানীগঞ্জের বীর মুক্তিযোদ্ধারা। এ উপলক্ষে ১৭মার্চ শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মছাপুর ইউনিয়নের বাংলাবাজারে ৯৮পাউন্ডের বিশাল এক কেক কাটা হয়।

 

এদিকে অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বাংলাবাজার এলাকায় আনন্দ র‌্যালি করেন মুক্তিযোদ্ধারা ও স্থানীয় নেতৃবৃন্দরা।

 

এসময় মুক্তিযুদ্ধকালীন কমান্ডারের দায়িত্ব পালনকারী আমেরিকা প্রবাসী নুর নবী কমান্ডারের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষিয়ান রাজনীতিবিদ ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।

 

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আজিজুল হক, মুক্তিযোদ্ধা আবু নাছের, নিউইর্য়ক আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আইয়ুব আলী, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভপাতি নুরুল করিম জুয়েল, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম তানভির প্রমুখ।

 

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশ বরেণ্য শিল্পীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *