ঢাকা: বাংলাদেশের শততম টেস্টে শ্রীলংকার বিরুদ্ধে বিজয়ী হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি এড. অাবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
জয়ের পরপরই শেখ হাসিনা তার অভিনন্দন বার্তা পাঠান বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানিয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, জয়ের পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ক্রিকেটদলের অধিনায়ক মুশফিকুর রহিম এবং ম্যান অব দ্য সিরিজ সাকিব আল হাসানের সঙ্গে টেলিফোনে কথা বলেন।
তিনি দলের সদস্যদের জন্য দোয়া করেন এবং বলেন, ‘তোমরা ইতিহাস সৃষ্টি করেছো, তোমাদেরকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি ।’
জয় বাংলা বলে কথা শেষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশের জন্য ঐতিহাসিক দিন ৭ মার্চে শুরু হওয়া এই আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের নামও ‘জয় বাংলা কাপ’।
দুই ম্যাচের টেস্ট সিরিজে দ্বিতীয়টি জয় করে শ্রীলঙ্কার সাথে সমতা নিশ্চিত করে বাংলাদেশ।