ফেনীতে টাইগার সাইফউদ্দিনকে বরণ

 

ফেনী প্রতিনিধি :

সদ্য শ্রীলংকা সফর শেষে দেশে ফিরেছেন ফেনীর ছেলে মোহাম্মদ সাইফউদ্দিন। শুক্রবার সকাল ১১টায় শ্রীলংকান এয়ারলাইন্স করে জাতীয় দলের সঙ্গে ঢাকায় আসেন তিনি।এরপর বিকাল পাঁচটায় ঢাকা থেকে নিজ জেলা ফেনীতে পৌঁছালে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হউন সাইফউদ্দিন। বিকাল পাঁচটায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সাইফকে ফুলেল শুভেচ্ছা জানান তার বন্ধুমহল,ভক্ত সহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তা এবং প্রশিক্ষকবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ফেনীর পৌর কাউন্সিলর মাহতাব উদ্দিন মুন্না, সাইফের প্রশিক্ষক শরীফুল ইসলাম অপু, এফপিএল সভাপতি সহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তাবৃন্দ। শুভেচ্ছা শেষে পরে সাইফউদ্দিন তার নিজ বাসভবনে চলে যান।

প্রসঙ্গত;শ্রীলংকার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলতে গত ৪ এপ্রিল তিনি দেশ ত্যাগ করেন। ২ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে জাতীয় দলে অভিষেক হয় ফেনীর ছেলে সাইফউদ্দিনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *