গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ ইয়াবা সেবনকালে আটক ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ওয়াসিমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
সে উপজেলার চর এলাহী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পেশকার বাড়ির মৃত মতিউর রহমানের ছেলে।
রোববার (১৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা ছাত্রলীগ সভাপতি নিজাম উদ্দিন মুন্না ও সাধারণ সম্পাদক শাহ্ ফরহাদ লিংকন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, রোববার বিকেলের দিকে ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের তারিন কটেজের সামনের একটি বাসা থেকে স্থানীয়রা আটক করলে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ভূমি কর্মকর্তা সুপ্রভাত চাকমা তাকে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে বলেন, সংগঠনবহির্ভূত কাজে লিপ্ত হওয়ায় এবং দলের শৃঙ্খলা ভঙ্গ করায় উপজেলা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক তাকে দল থেকে বহিষ্কার করা হয়। -বাংলারদর্পন