নোয়াখালীতে নতুন করে করোনায় আক্রান্ত ৩৬, মৃত্যু-১

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী :
নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৭৬ জনে, মোট মৃত্যু-৩৬ জন।

সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১১ টায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।
তিনি বলেন, গত ১২ ও ১৩ই জুন তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যাবে পাঠানো হয়। পরে ১৪ই জুন রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে।

আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৩৪ জনকে মাইজদী শহীদ ভুলু  স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৯০৪ জন নিজ নিজ বাড়ীতে চিকিৎসা সেবা নিচ্ছেন। এ ছাড়া মোট সুস্থ – ৪০২ জন এবং গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন-৩৮ জন ।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *