ফেনী প্রতিনিধি :
ফেনীর জনপ্রিয় সাহিত্য পত্রিকা মাসিক সচিত্র সোনার হরিণ এর সম্পাদক সদ্য প্রয়াত এডভোকেট মুহাম্মদ জাফরুল্লাহ খানের স্মরণ সভা অনুৃষ্ঠিত হয়েছে।
সোনার হরিন পরিবারের অায়োজনে মঙ্গলবার বিকেলে ফেনীর ডক্টরস ক্লাবে উক্ত সভা অনুৃষ্ঠিত হয়।
সভায় কবি ইকবাল মাহমুদ এর সভাপতিত্বে ও জিয়া খোন্দকার এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, অধ্যাপক রফিকুর রহমান ভুঞা।
বক্তব্য রাখেন, এডভোকেট আক্রামুজ্জামান, নজরুল একাডেমির সভাপতি ফখরুদ্দিন অালী অাহম্মদ তিতু, এডভোকেট সাইফুদ্দিন শাহিন, কবি ইকবাল আহম্মদ, কবি মনজুর তাজিম, কবি জাহিদ হাসান বাবলু, সাহিত্য প্রতিবেদক শাহিন হায়দার প্রমুখ ।
সভায় বক্তারা তাঁর জীবন, কর্ম, সমাজসেবা, রাজনীতি, সাহিত্য চর্চা সহ সার্বিক বিষয়ে স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানের ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক জহিরুল হক মিলন, বিএমএসএফ ফেনী শাখার সহ সভাপতি জহিরুল ইসলাম জাহাঙ্গীর, যুগ্ন সাধারন সম্পাদক ও সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির অাহমদ, বিএমএসএফ সোনাগাজী শাখার সাধারন সস্পাদক জহিরুল হক খান সজিব, মরহুম জাফরুল্লাহর পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিক ও সুশিল সমাজের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।