যারা বন্দরে ভিটেবাড়ী বিসর্জন দিয়েছেন, তাদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করুন- সুজন

 

নিজস্ব প্রতিনিধিঃ ২০নভেম্বর ২০১৭।

নগরীর বিভিন্ন এলাকায় গ্যাস, বিদ্যুৎ, পানি ও বিভিন্ন ধরনের নাগরিক সমস্যা চিহ্নিত করন এবং তা থেকে পরিত্রানের লক্ষ্যে কর্মপন্থা নির্ধারনের জন্য জনদূর্ভোগ লাঘবে জনতার ঐক্য চাই নাগরিক উদ্যোগ শীর্ষক এক মতবিনিময় সভা ১৯ নভেম্বর রবিবার সন্ধ্যায় ৩৮নং দক্ষিণ মধ্য হালিশহর ওয়ার্ড বাকের আলী ফকিরের টেক সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হয়।

 

বিশিষ্ট সমাজসেবক হাজী জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুজন।

 

সভার প্রধান অতিথি আলহাজ্ব খোরশেদ আলম সুজন বলেন, বাংলাদেশের হৃদপিন্ড খ্যাত চট্টগ্রাম বন্দর প্রতিষ্ঠায় অত্র এলাকার স্থানীয় অধিবাসীরা তাদের বাপ দাদার ভিটে মাটি ছেড়ে দিয়ে ভূমিকা রেখেছেন অথচ চট্টগ্রাম বন্দরের চাকুরী বাকুরী সহ কোন প্রকার সুযোগ সুবিধা পাচ্ছেনা। চট্টগ্রাম বন্দর থেকে অর্জিত মুনাফা অন্যায় ও অযৌক্তিকভাবে স্থানান্তর করছে অথচ যারা তাদের পূর্বপুরুষদের ভিটে মাটি ছেড়ে দিয়ে বন্দর প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন তাদের জন্য এ এলাকায় কোন প্রকার শিক্ষাপ্রতিষ্ঠান, মাতৃসদন বা সেবামূলক অবকাঠামো গড়ে তুলছেনা। বঙ্গবন্ধুর নামে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষনা দিয়েও কোন এক অদৃশ্য কারণে তা বাস্তবায়ন করছেনা। ফলে এ এলাকার মানুষ অপ্রাপ্তির বঞ্চনায় ক্ষোভে ফুঁসে উঠেছে। অতি সম্প্রতি চট্টগ্রাম বন্দরের ‘‘লস্কর” নিয়োগের ঘটনায় যে ন্যাক্কারজনক ঘটনার সৃষ্ঠি হয়েছে তাতে চট্টগ্রামবাসী প্রতিহিংসার আগুনে ক্ষুদ্ধ হয়েছে উল্লেখ করে বলেন, চট্টগ্রাম বন্দর থেকে অর্জিত মুনাফা দিয়ে দেশের অন্যত্র বন্দর নির্মাণ করা হচ্ছে, বন্দরের নিয়োগ পরীক্ষা ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে, পরীক্ষায় উত্তীর্ণদের দুই তৃতীয়াংশ নৌ মন্ত্রীর মাদারীপুরের, তাহলে চট্টগ্রাম বন্দরও মন্ত্রীর নির্বাচনী এলাকা মাদারীপুরে স্থানান্তর করে এ এলাকার যারা পূর্ব পুরুষের ভিটে মাটি ছেড়ে দিয়েছিল তা তাদের ফেরত দিয়ে পূণরায় চাষাবাদের সুযোগ করে দেওয়ার আহবান জানান।

 

জনাব সুজন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিক সদিচ্ছার কারণে চট্টগ্রাম নগরীতে আজ ‘‘পানি উৎসব” চলছে। অথচ ৩৭, ৩৮, ৩৯, ৪০ ও ৪১নং ওয়ার্ডের মানুষ শ্যালো পাম্পের মাধ্যমে লবনাক্ত ও বেশী আয়রণযুক্ত পানি পান করে বিভিন্ন রোগ ব্যাধিতে ভূগছে। তিনি এ অবস্থা থেকে উত্তরণে অনতিবিলম্বে চট্টগ্রাম ওয়াসাকে কার্যকর ব্যবস্থা গ্রহন করার আহবান জানান।

 

গৃহস্থালী কাজে গ্যাসের চাপ সৃষ্ট সংকটের কারণে জীবনধারন দূর্বিসহ হয়ে উঠেছে। এ এলাকার নাগরিকরা দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে জর্জরিত। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে বেশ কয়েকবার কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও অদ্যবধি কোন কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। তিনি বলেন যদি এ এলাকার গ্যাস সংকটের জন্য আশু কোন কার্যকর পদক্ষেপ নেয়া না হয় তবে এ এলাকার জনসাধারনকে সাথে নিয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী ঘেরাওয়ের ঘোষনা সমাবেশ থেকে দেয়া হয়।

 

তিনি এ এলাকার বিদ্যুৎ সমস্যা সমাধানে কার্যকর কোন পদক্ষেপের অভাবে শিল্পকারখানায় উৎপাদন মারাতœকভাবে বিঘিœত হচ্ছে। ত্রুটিপূর্ণ সঞ্চালন লাইনের কারণে লোডশেডিং মারাতœক আকার ধারন করেছে। বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহনে অনতিবিলম্বে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতি সমাবেশ থেকে আহবান জানানো হয়।

 

মতবিনিময় সভায় জনাব সুজন জলাবদ্ধতার কারণে কারণে ক্ষতিগ্রস্থ আগ্রাবাদ এক্সেস রোডের নির্মাণ কাজ মুরু করায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতি ধন্যবাদ জানান এবং এ এলাকার নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধিকল্পে পদক্ষেপ নিতে আহবান জানিয়ে বলেন, নগরীর অন্যান্য ওয়ার্ডগুলোর ন্যায় এ এলাকার জনসাধারনও সমান হারে হোল্ডিং ট্যাক্স প্রদান করে আসছে কিন্তু নাগরিক সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে এ এলাকাগুলো নগরীর অন্যান্য এরাকা থেকে বেশ পিছিয়ে আছে। নাগরিক সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে এ ধরনের অযৌক্তিক বৈষম্য দূর করতে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতি আহবান জানান।

 

স্থানীয় সমাজকর্মী  সফি আলম বাদশার সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বন্দর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোঃ ইলিয়াছ, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এম. হাসান মুরাদ, সাধারন সম্পাদক হাজী মোঃ হাসান, সহ-সভাপতি এস.এম আবু তাহের, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন মেম্বার, মোঃ শামসুল আলম, আব্দুর রহমান মিয়া, সরওয়ার জাহান চৌধুরী, হাজী হোসেন কোম্পানী, বন্দর থানা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হোসেন, সালাউদ্দিন বাদশা, মোঃ এজাহারুল হক, হাফেজ মোঃ ওকার উদ্দিন, হাজী ছালেহ আহমদ জঙ্গী, এস এম বরকতউল্ল্যাহ, হাজী মোঃ নুরুল হুদা, মোঃ সাগীর, মোঃ জামাল, মোঃ মোজাম্মেল মেম্বার, আনোয়ার আহমদ মামুন, এ.এস.এম জাহিদ হোসেন, নজরুল ইসলাম টিটু, নগর যুবলীগ সদস্য আব্দুল আজিম, ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ আকতারুজ্জামান, মোঃ জহির, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মহিউদ্দিন মনু, সমীর মহাজন লিটন, স্বরূপ দত্ত রাজু, মোঃ আলমগীর, মোরশেদ মিঞা, মোঃ কাইয়ুম, হোসেন চৌধুরী সাদ্দাম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *