মোশারফ হোসেন, রামগড় :
খাগড়াছড়ির রামগড়ে আউশ ধান চাষের জনপ্রিয়তা বৃদ্ধির উদ্দেশ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনার সার-বীজ বিতরন করা হয়। আজ ১৯ এপ্রিল (রবিবার) সকাল ১১টায় রামগড় উপজেলা কৃষি অফিস আঙ্গিনায় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদিপ কারবারি প্রধান অতিথি হিসেবে বিতরন কার্যক্রম উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক।
প্রতি জন কৃষক কে ৫ কেজি ধান বীজ, ডিএপি সার ২০কেজি ও এমওপি সার ১০ কেজি হারে, আজ প্রথম দিন রামগড় পৌরসভা ব্লক এর ৫৫ জন ও নাকাপা ব্লক এর ৪৫ জন কৃষকের মাঝে বিতরন করা হয়।
প্রনোদনার সার- বীজ বিতরন কর্যক্রম পরিচালনা করেন রামগড় উপজেলা কৃষি অফিসার নাসির উদ্দিন চৌধুরী, এ সময় আরও উপস্থিত ছিলো কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ আলী আহমেদ, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার ফয়েজ আহাম্মদ স্থানীয় সাংবাদিক বৃন্দ, প্রণোদনার উপকরণ প্রাপ্ত কৃষকরা সহ উপ-সহকারী কৃষি অফিসার বৃন্দ।
উলেখ্য যে আগামী কাল২০ এপ্রিল লামকু, খাগড়াবিল, পাতাছড়া, তৈচাকমা ও গুজা ব্লকের ও ২১ এপ্রিল হাফছড়ি ইউনিয়নের কৃষকদের মাঝে একই হারে সার-বীজ বিতরণ করা হবে।