মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি: অস্ত্রসহ ৪ ডাকাত আটক

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে অস্ত্রসহ ৪ডাকাতকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো, সুবর্ণচর উপজেলার চর আক্রাম উদ্দিন গ্রামের মোশারফ মাঝির ছেলে নাজিম উদ্দীন (২০), চর আলাউদ্দিন গ্রামের মো. বাহাহেরর ছেলে মো. কামরুল (২৩), চর আক্রাম উদ্দিন গ্রামের মো.শাহজাহান ড্রাইভারের ছেলে মো.রুবেল (২১) চর মোজাম্মেল গ্রামের আবদুল হাসেমের ছেলে মো. জসিম (২৩)।

সোমবার (২৩ আগস্ট) বিকেলে আটককৃত আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এর আগে,গতকাল রোববার বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ওসমান বেপারী বাড়ি সংলগ্ন মেঘনা নদীর পাড় থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, মেঘনা নদীর পাড়ে একদল ডাকাত নদীতে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়। এমন গোপন সংবাদে মেঘনা নদীর পাড়ে চরজব্বার থানার একদল পুলিশ অভিযান চালিয়ে ৪ডাকাতকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশী রাইফেল,৩টি দেশীয় রামদা ও একটি চাপাতি উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের কয়েকজন সদস্য পালিয়ে যায়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক জানান, এ ঘটনায় দুটি মামলা হয়েছে। আটককৃত ডাকাতদের দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *