সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:
মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় অভিযুক্ত হওয়ায় সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিনকে অব্যহতি দিয়েছে জেলা আ.লীগ। অপরদিকে উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক আহ্বায়ক অধ্যাপক মফিজুল হককে ভারপ্রাপ্ত সভাপতির দায়ীত্ব দেয়া হয়েছে।
৩১ মে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান। তিনি বলেন, ন্যাক্কারজনক এ হত্যাকান্ডের চার্জশিটে নাম থাকায় রুহুল আমিনের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হয়েছে।
এর আগে একই অভিযোগে পৌর আ.লীগের যুগ্ন সাধারন সম্পাদক মকসুদ আলমকে সাময়ীক বহিষ্কার করা হয়।
উল্লেখ্য ৬এপ্রিল সোনাগাজী ইসলামীয়া ফাজিল মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পরীক্ষা কেন্দ্রের ভেতরে একটি ভবনের ছাদে ডেকে নিয়ে গায়ে দাহ্য পদার্থ ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। ১০এপ্রিল ঢাকা মেডিকেলে সে মারা যায়।
তার ভাই মাহমুদুল হাসান নোমানের দায়ের করা মামলায় গত ২৯মে আ.লীগ নেতা রুহুল আমিন, মকসুদ আলম, মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পিবিআই। অভিযোগপত্র গ্রহনের পর মামলাটি গত ৩০ মে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।