ফেনী প্রতিনিধি :
ফেনী সরকারি কলেজের ছাত্রী তাহমিনা আক্তারকে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ করেছে তার পরিবার। বুধবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় তাহমিনার বাবা আবদুল বারেক মোজাম্মেল হোসেন নামে এক ব্যবসায়ীকে আসামি করে থানায় মামলা করেছেন। পুলিশ লাশ মর্গে পাঠিয়েছে।
ফেনী মডেল থানা ও তার পরিবার সূত্রে জানা যায়, শহরের পাঠান বাড়ি সড়কের ওমান প্রবাসী নেচার উদ্দিন মাসুমের স্ত্রী তাহমিনা পরিবারের সঙ্গে শহরের মিজান রোড এলাকায় থাকতেন। এরই মধ্যে স্থানীয় মোজাম্মেল হোসেন তাকে বিভিন্ন সময় বিয়ের প্রস্তাব দিত।
এ নিয়ে স্থানীয়রা কয়েক বার বৈঠক করে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। বুধবার রাতে তাহমিনা একা বাসায় থাকার সুবাদে মোজাম্মেল হোসেন কৌশলে তার ঘরে ঢুকে পড়ে। তাকে নির্যাতন ও হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে শেষরাতে তার বোন সেলিনা আক্তারকে মুঠোফোনে সংবাদ জানায়, তাহমিনা মৃত্যুর সঙ্গে লড়ছে।
বৃহস্পতিবার সকালে তাহমিনার বাবা ও ভগ্নিপতি এসে লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ তাহমিনার লাশ মর্গে পাঠায়। মামলা তদন্তকারী কর্মকর্তা ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন জানান, নিহতের শরিরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে