গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী :
নোয়াখালীতে নতুন করে আরও ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা ভাইরাসে আরও ২ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে সেনবাগ উপজেলায় ১ জন, সুবর্ণচর ১ জন।
গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ২২ জন। এ নিয়ে নোয়াখালী জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২২৯১ জন, মৃত্যু-৫১ জন ও সুস্থ হয়েছেন ১১২৫ জন।
সোমবার (৬ জুলাই) সকাল ১০ টায় বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি বলেন,আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৩৪ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। নিজ নিজ বাড়ীতে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা-১০৮১ জন।
নোয়াখালীর করোনা আক্রাস্তে সংখ্যা উপজেলা ভিত্তিক তথ্য: সদর সর্বোচ্চ- ৬৯৬ জন, বেগমজঞ্জ-৬৭২জন,চাটখিলে-১৪১জন,সোনাইমুড়ীতে-১২০জন,কবিরহাটে-২৪৫জন,কোম্পানীগঞ্জে-১২৭ জন, সেনবাগে-১০৪ জন, হাতিয়া-৩৭ জন ও সুবর্ণচরে-১৪৯ জনসহ মোট জেলায়- ২২৯১ জন আক্রান্ত।