প্রতিবেদকঃ
কক্সবাজারের খুরুশকুল ইউনিয়নের কৃষক হাফেজ আহমেদের চাষের ধান পেকে গেছে। করোনার কারণে শ্রমিক না পেয়ে পাকা ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না।
মাঠে ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা গত কয়েকদিন ধরে কোন উপায় খুজে পাচ্ছিলোনা কৃষক হাফিজ।
জেলা ছাত্রলীগ সভাপতি জয় বলেন, কৃষক হাফিজের ধান ঘরে তুলতে না পারার খবর পেয়ে কক্সবাজার ছাত্রলীগের ৩০জন নেতাকর্মী স্বেচ্ছাসেবী হিসেবে সারাদিন কাজ করে কৃষকের ফসল ঘরে পৌছে দিয়েছে। খুশি হয়ে কৃষক হাফেজ আহমেদ ও কৃষানী বেগম হাফেজ ছাত্রলীগ নেতৃবৃন্দের জন্য দোয়া করেন।
বাংলারদর্পন।