প্রধান শিক্ষিকার উদাসীনতা : বাবার জায়গায় মায়ের নাম ও জন্মতারিখ বিহীন প্রশংসা পত্র

সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজীর আড়কাইম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জিন্নাতুন নাহার কাজলের উদাসীনতার কারনে হয়রানীর শিকার হচ্ছে কোমলমতী শিক্ষার্থীরা।
গত ২০১৬ ইং সনের সমাপনী পরীক্ষায় পাশ করে মোঃ অারমান হোসেন নামের এক ছাত্র প্রশংসাপত্রের জন্য প্রধান শিক্ষিকার কাছে গেলে তিনি বাবার স্থানে মায়ের নাম ও মায়ের স্থানে বাবার নাম লিখা প্রশংসা পত্র দেয়।
ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য ওই ছাত্র হাই স্কুলে গেলে ভূলটি তাদের দৃষ্টিগোচর হয়। সাম্প্রতিক কালে শহিদুল ইসলাম নামের পঞ্চম শ্রেণীর আরেক ছাত্রকে নৈতিক অবক্ষয়ের কারণ দেখিয়ে প্রশংসা পত্র দিয়ে বের করে দেন কিন্তু প্রশংসা পত্রে ছাত্রের কোন জন্মতারিখ লিখা নেই।
স্থানীয় এলাকাবাসী জানান,প্রধান শিক্ষিকা ইদানিং স্কুলের ব্যপারে প্রায় অমনোযোগী থাকেন। এভাবে একের পর এক ভূল করে যাচ্ছেন। কোমলমতি শিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছেন। স্থানীয়রা সংশ্লিস্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে প্রধান শিক্ষিকা কাজল জানান, শ্রেনী শিক্ষক প্রশংসাপত্র প্রস্তুত করে প্রধানশিক্ষক স্বাক্ষর করে এটাই নিয়ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *